Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ডঃ

সম্প্রতি কর্মকান্ডঃ

  • গবাদিপশু-পাখির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রানিজ আমিষ  
  • সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে জেলার খামারী/উদ্যোক্তা/কৃষকদের মানসম্মত ভেটেরিনারি সেবা প্রদান করা।  
  • গবাদিপশু এবং হাসমুরগির রোগ অনুসন্ধান, নিয়ন্ত্রন এবং সংগৃহীত/প্রাপ্ত নমুনা 
  • সংগ্রহের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করে  মানসম্মত ভেটেরিনারি 
  • সেবা নিশ্চিতকরণ।
  • দারিদ্র হ্রাসকরণ, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সৃষ্টি । 
  • দাপ্তরিক চিকিৎসা সম্পর্কিত সকল ডাটাবেজ সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
  • পশু ও পশুজাত খাদ্যের গুণগতমান নিয়ন্ত্রণে তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
  • গবাদিপশু-পাখির পুষ্টি উন্নয়নে স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ এবং গবাদিপশুর 

     গুণগত মানসম্পন্ন খাদ্য  উৎপাদন,  লাগসই প্রযুক্তির ব্যবহার, সুষ্ঠ সংরক্ষণ ও 

  • বিপণন ব্যবস্থার  প্রয়োজনীয়  উদ্যোগ গ্রহন।
  • বিভিন্ন খামার, ফিড মিল , খাদ্যের দোকান, হ্যাচারী পরিদর্শন।
  • প্রাণিসম্পদ সংক্রান্ত আইন, বিধিমালা ও নীতিমালা বাস্তবায়নে মোবাইল কোর্ট 
  • পরিচালনা করা।
  • সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ।