Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লালমনিরহাটঃ

জেলা ভেটেরিনারি হাসপাতাল

থানাপাড়া, পোঃ-লালমনিরহাট, জেলাঃ- লালমনিরহাট।

টেলিফোন নংঃ-০২-৫৮৯৯৮৬৭৮৬

লালমনিরহাট জেলা ১২৪৭.৩৭১ বর্গ কি.মি. আয়তনের তিস্তা, ধরলা ও রত্নাই নদী বিধৌত বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী একটি জেলা। লালমনিরহাট জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলোঃ-

১) উনবিংশ শতাব্দিতে যখন বেংগল ডুয়ার্স রেল লাইন তৈরীর জন্য মাটির খনন কাজ চলছিল , তখন শ্রমিকরা এখানে মাটির নীচে লাল পাথর দেখত পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছ ”লালমনি”।

২) অন্য মতানুসারে বৃটিশ রেলওয়ে যে মহিলার জমি অধিগ্রহন করেছিল তার নাম ছিল লালমনি। তার অবদানের স্বীকৃতি স্বরুপ এলাকার লোকজন এ জায়গার নাম রাখেন “লালমনি”।

৩)অন্য আর একটি মত হলো, ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় ‘লালমনি”।

কালের বিবর্তনে ’হাট’ শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে ’লালমনিরহাট’ নামকরণ হয়েছে।     

এক নজরে লালমনিরহাটঃ

সাধারণ তথ্যাবলীঃ

আয়তন

১২৪৭.৩৭১ বর্গ কি.মি.

ভৌগলিক অবস্থান

লালমনিরহাট বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা।   

২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান।এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী প্রবাহিত।

আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্য

২৮১.৬ কি.মি.

জল সীমান্ত

২৪ কি.মি.

জনসংখ্যা

ক) পুরুষ : ৬২৮,৭৯৯ জন

খ) মহিলা : ৬২৭,৩০০ জন

গ) মোট : ১২,৫৬,০৯৯ জন

শিক্ষার হার     

৪৬.০৯%

উপজেলার সংখ্যা

৫টি

থানার সংখ্যা

৫টি

পৌরসভার সংখ্যা

২টি

ইউনিয়নের সংখ্যা

৪৫টি

মৌজার সংখ্যা

৩৫৪টি

গ্রামের সংখ্যা

৪৭৮টি

নদীর সংখ্যা

৬টি

নদী পথের দৈঘ্য

১৮০ কি.মি.

 

প্রাণিসম্পদ সংক্রান্ত  তথ্যাবলীঃ

জেলা প্রাণিসম্পদ অফিস

০১টি

জেলা ভেটেরিনারি হাসপাতাল

০১টি

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র

০১টি

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল

০৫ টি

কৃত্রিম প্রজনন উপকেন্দ্র

০৫ টি

কৃত্রিম প্রজনন পয়েন্ট

৪৫ টি

বুড়িমারী কোয়ারেন্টাইন স্টেশন, পাটগ্রাম

০১ টি

আই এল এস টি, হরবানীনগর, কালীগঞ্জ (নির্মানাধীন)

০১ টি

গবাদি পশুর খামার

৩২৪৫ টি

হাঁস-মুরগির খামার

৭১১টি

দুগ্ধ খামার

৭২৬ টি

 

বিবিধ তথ্যাদিঃ

বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান (কৃষি)

৬০৩.৭৯৭১ একর

বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান (অকৃষি)

৬০৭০.৩৩৫ একর

আদর্শ গ্রামের সংখ্যা

৫৬টি

আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা

৩৮টি

আবাসন প্রকল্প

১৭টি

হাট বাজারের সংখ্যা

১০১টি

খাস জলমহালের সংখ্যা

৪৪টি

পরিত্যাক্ত সম্পত্তির পরিমান

১২১.১৯ একর

অর্পিত সম্পত্তির পরিমান

৪৩৯২.৩০৫ একর

সরকারী হাসপাতাল

১টি

কুটির শিল্প

৭,৫৮২টি

ক্ষুদ্র শিল্প

৬৪২টি

পাকা রাস্তা

৭৮৫.৮৪ কি.মি.

কাঁচা রাস্তা

১,৫৭১.৭০ কি.মি.

এইচবিবি রাস্তা

১৪.৪০ কি.মি.

রেলপথ

৯৬ কি.মি.

রেল স্টেশন

১৫টি

ফায়ার স্টেশনের সংখ্যা

৫টি

বনভূমির আয়তন       সামাজিক বনায়ন:

৪৮৩.৬৬ কি.মি

সংরক্ষিত বনাঞ্চল:

৮২ একর

বার্ষিক গড় বৃষ্টিপাত

২৯৩.১ সে.মি.

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিমাণ

২৬ কি.মি.

বাফার গুদাম

১টি

ডাক বাংলো

৫টি

সাপ্তাহিক পত্রিকা

০৫টি

 

 চলমান প্রকল্প/কর্মসূচীঃ

ক্রঃনং

প্রকল্প/কর্মসূচীর নাম

এলডিডিপি

ইউ,এল,ডি,সি স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)

প্রাণিপুষ্টি উন্নয়ন প্রকল্প , ২য় পর্যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর,ঢাকা,বাংলাদেশ।

 

 


 ফিড মিল সমূহঃ

মদিনা ফিড মিলপাটগ্রাম, লালমনিরহাট

লালমনি এগ্রো লিঃকালিগঞ্জলালমনিরহাট