জেলা ভেটেরিনারি হাসপাতাল
থানাপাড়া, পোঃ-লালমনিরহাট, জেলাঃ- লালমনিরহাট।
টেলিফোন নংঃ-০২-৫৮৯৯৮৬৭৮৬
লালমনিরহাট জেলা ১২৪৭.৩৭১ বর্গ কি.মি. আয়তনের তিস্তা, ধরলা ও রত্নাই নদী বিধৌত বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী একটি জেলা। লালমনিরহাট জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলোঃ-
১) উনবিংশ শতাব্দিতে যখন বেংগল ডুয়ার্স রেল লাইন তৈরীর জন্য মাটির খনন কাজ চলছিল , তখন শ্রমিকরা এখানে মাটির নীচে লাল পাথর দেখত পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছ ”লালমনি”।
২) অন্য মতানুসারে বৃটিশ রেলওয়ে যে মহিলার জমি অধিগ্রহন করেছিল তার নাম ছিল লালমনি। তার অবদানের স্বীকৃতি স্বরুপ এলাকার লোকজন এ জায়গার নাম রাখেন “লালমনি”।
৩)অন্য আর একটি মত হলো, ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় ‘লালমনি”।
কালের বিবর্তনে ’হাট’ শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে ’লালমনিরহাট’ নামকরণ হয়েছে।
এক নজরে লালমনিরহাটঃ
সাধারণ তথ্যাবলীঃ
আয়তন |
১২৪৭.৩৭১ বর্গ কি.মি. |
ভৌগলিক অবস্থান |
লালমনিরহাট বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। ২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান।এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী প্রবাহিত। |
আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্য |
২৮১.৬ কি.মি. |
জল সীমান্ত |
২৪ কি.মি. |
জনসংখ্যা |
ক) পুরুষ : ৬২৮,৭৯৯ জন খ) মহিলা : ৬২৭,৩০০ জন গ) মোট : ১২,৫৬,০৯৯ জন |
শিক্ষার হার |
৪৬.০৯% |
উপজেলার সংখ্যা |
৫টি |
থানার সংখ্যা |
৫টি |
পৌরসভার সংখ্যা |
২টি |
ইউনিয়নের সংখ্যা |
৪৫টি |
মৌজার সংখ্যা |
৩৫৪টি |
গ্রামের সংখ্যা |
৪৭৮টি |
নদীর সংখ্যা |
৬টি |
নদী পথের দৈঘ্য |
১৮০ কি.মি. |
প্রাণিসম্পদ সংক্রান্ত তথ্যাবলীঃ
জেলা প্রাণিসম্পদ অফিস |
০১টি |
জেলা ভেটেরিনারি হাসপাতাল |
০১টি |
জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র |
০১টি |
উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল |
০৫ টি |
কৃত্রিম প্রজনন উপকেন্দ্র |
০৫ টি |
কৃত্রিম প্রজনন পয়েন্ট |
৪৫ টি |
বুড়িমারী কোয়ারেন্টাইন স্টেশন, পাটগ্রাম |
০১ টি |
আই এল এস টি, হরবানীনগর, কালীগঞ্জ (নির্মানাধীন) |
০১ টি |
গবাদি পশুর খামার |
৩২৪৫ টি |
হাঁস-মুরগির খামার |
৭১১টি |
দুগ্ধ খামার |
৭২৬ টি |
বিবিধ তথ্যাদিঃ
বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান (কৃষি) |
৬০৩.৭৯৭১ একর |
বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান (অকৃষি) |
৬০৭০.৩৩৫ একর |
আদর্শ গ্রামের সংখ্যা |
৫৬টি |
আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা |
৩৮টি |
আবাসন প্রকল্প |
১৭টি |
হাট বাজারের সংখ্যা |
১০১টি |
খাস জলমহালের সংখ্যা |
৪৪টি |
পরিত্যাক্ত সম্পত্তির পরিমান |
১২১.১৯ একর |
অর্পিত সম্পত্তির পরিমান |
৪৩৯২.৩০৫ একর |
সরকারী হাসপাতাল |
১টি |
কুটির শিল্প |
৭,৫৮২টি |
ক্ষুদ্র শিল্প |
৬৪২টি |
পাকা রাস্তা |
৭৮৫.৮৪ কি.মি. |
কাঁচা রাস্তা |
১,৫৭১.৭০ কি.মি. |
এইচবিবি রাস্তা |
১৪.৪০ কি.মি. |
রেলপথ |
৯৬ কি.মি. |
রেল স্টেশন |
১৫টি |
ফায়ার স্টেশনের সংখ্যা |
৫টি |
বনভূমির আয়তন সামাজিক বনায়ন: |
৪৮৩.৬৬ কি.মি |
সংরক্ষিত বনাঞ্চল: |
৮২ একর |
বার্ষিক গড় বৃষ্টিপাত |
২৯৩.১ সে.মি. |
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিমাণ |
২৬ কি.মি. |
বাফার গুদাম |
১টি |
ডাক বাংলো |
৫টি |
সাপ্তাহিক পত্রিকা |
০৫টি |
চলমান প্রকল্প/কর্মসূচীঃ
ক্রঃনং |
প্রকল্প/কর্মসূচীর নাম |
১ |
এলডিডিপি |
২ |
ইউ,এল,ডি,সি স্থাপন প্রকল্প (৩য় পর্যায়) |
৩ |
প্রাণিপুষ্টি উন্নয়ন প্রকল্প , ২য় পর্যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর,ঢাকা,বাংলাদেশ। |
৪ |
|
৫ |
|
ফিড মিল সমূহঃ
মদিনা ফিড মিল, পাটগ্রাম, লালমনিরহাট
লালমনি এগ্রো লিঃ, কালিগঞ্জ, লালমনিরহাট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস