আমাদের অর্জনসমুহ:
** ২০২৩-২৪ অর্থ বছরের শেষে দুধ ,মাংস, ডিম উৎপাদন বৃদ্দি পেয়ে বর্তমানে
১.৩৩২০৪ লক্ষ মে.টন, ০.০৯৬৪৭ লক্ষ মে.টন এবং ২৪.৬২৮৮ কোটিতে উন্নীত
হয়েছে।
**ডিমের এবং মাংসের চাহিদা শতভাগ পুরণ করে অন্য জেলায় যাচ্ছে।
** দারিদ্র হ্রাসকরণ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের সৃষ্টি ।
** গবাদিপশু এবং হাসমুরগির রোগ অনুসন্ধান, নিয়ন্ত্রন এবং সংগৃহীত/প্রাপ্ত নমুনা
সংগ্রহের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করে মানসম্মত ভেটেরিনারি
সেবা নিশ্চিতকরণ।
** দাপ্তরিক চিকিৎসা সম্পর্কিত সকল ডাটাবেজ সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
** পশু ও পশুজাত খাদ্যের গুণগতমান নিয়ন্ত্রণে তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।
** ঘাসচাষ সম্প্রসারনের ফলে গবাদিপশুর সবুজ ঘাসের চাহিদা অনেকাংশে পুরন ।
** নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে মোবাইল কোর্ট ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস